(অভিষেক বড়ুয়া শাওন) Shawonavi Avishake Barua Shawon

হ্যালো ভিজিটর,

ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য..

আমি শাওন,আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। 
একা একা বসে রইলাম,তাই চিন্তা করছি,নিজের সম্পর্কে কিছু লিখব,তবে 

আমার সম্পর্কে আমি আর কি বলবো! আমার পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আসলে নিজের সম্পর্কে কিছু বলা/লিখা অনেক কঠিন একটা কাজ, আমি মনে করি যে, পৃথিবীতে কোন মানুষই তার নিজের সম্পর্কে ১০০% সঠিক তথ্য দিতে পারবে না। যাই হোক, তারপরও আমার সম্পর্কে কিছু কথা যেগুলো না বললেই নয় তাই বলি শুনুন.....!


এই যে আমি...



আমি হলাম বহুরূপী জীব । আমার রূপ একেক জনের কাছে একেক রকম।কারো কাছে দুষ্টু আর কারো কাছে শান্ত মানের ব্যক্তি আবার কারো কাছে কোন সুদর্শন হিসেবে। আমি নিজেই জানিনা যে আমি কেমন।সত্যি বলতে, আপনি ব্যক্তিগত ভাবে না মিশলে বলতেই পারবেন না যে, আমি ছেলেটা কেমন।


পাবলিক যা বলবে...🤣🤣




না ভাই, কেউ জানতে চায় নি🤣🤣,কিন্তু জিজ্ঞাসা করতে পারে কেউ না কেউ,তাই অগ্রীম জানিয়ে রাখলাম,যাতে বার বার বকবক করা না লাগে😁😁



ব্যাক্তিগত তথ্য 🙂

সার্টিফিকেটে আমার নাম 

অভিষেক বড়ুয়া শাওন
(Avishake Barua Shawon)
আর আমার আপনজনেরা আমাকে শাওন বলে ডাকে আমি এই নামেই স্বাছন্দ্য বোধ করি। আর সোশাল মিডিয়া গুলোতে অথবা Google এ আমাকে Avishake Barua Shawon বা Shawonavi নামে খুজলে আমাকে খুজে পাবেন। 

আমার জন্ম:
১৯** সালের ২০ই সেপ্টেম্বর  মাসে,

উচ্চতা:৫ফুট ৭ ইঞ্চি

গায়ের রঙ : শ্যামলা,

ওজন:  ৬৮+  

মেজাজ; নীরব প্রকৃতির

রক্ত A নেগেটিব,

বৈবাহিক অবস্থা :অবিবাহিত 

লিঙ্গ - পুরুষ

পেশা: আপাতত বেকার জীবন 😪

ধর্ম: একজন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং আমি কর্মফলে বিশ্বাসী।

বিস্তারিতঃ
 মা-বাবার বড় সন্তান আমি,আমার আরো ছোট দুই ভাই আছে, সৈকত বড়ুয়া শুভ্র এবং সৌরেন বড়ুয়া শ্রাবণ।
বাবা-মা,ভাই, বন্ধু নিয়ে ভালই আছি।
আমার তেমন কোনো মেয়ে বন্ধু নেই বললেই চলে। তবে,আমার একটা দুঃখ যে, আমার কোন আপন বোন নেই
তবে এখন আর মনে দুঃখ
পোষণ করি না। কারন অনেকটা পথ
পেরিয়ে এসেছি। তবে, এখন
এতগুলো মানুষের আদর, যত্ন,
ভালোবাসা পেয়ে সব মিলিয়ে ভালোই
আছি। তবুও আমার মত সুখি হওয়ার ভাগ্য কয় জনের আছে? 
এদিক থেকে আমি ভাগ্যবান ছেলে বটে! 

জন্মস্থান পরিচিতি:

আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাংগুনীয়া উপজেলার সোনারগাঁও নামক গ্রামে, তবে আমি ছোটবেলা থেকেই চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত কোঠেরপাড় নামক গ্রামে(মামার বাড়ি) বড় হয়েছি।যেহেতু মা-বাবা দুইজনেই এইখানে শিক্ষকতা করেন,তাই আপাতত এখানে আছি সেই জন্ম থেকেই।
সেই জন্ম থেকে কোঠেরপাড় গ্রামে আছি,কোঠেরপাড় গ্রাম এর প্রতি ভালবাসা, গ্রামের প্রকৃতি ও এই গ্রামের মানুষের আচার আচরন, সবার সাথে স্বজনপ্রীতি মনোভাব,বাল্যা কালের বন্ধু সব মিলিয়ে আমাকে মুগ্ধ করে তোলে,আরো ভাল লাগে, এত বড় গ্রাম হয়েও এক সমাজে তারা আবদ্ধ।


স্থান -কোঠেরপাড় বৌদ্ধ ত্রিরত্নাঙ্কুর বিহার

একটি বিহার একটি শ্বশান,কখনো ছেড়ে যেতে মন চাইনা এই প্রানপ্রিয় গ্রামটাকে,তবুও হয়তো জীবনের তাগিদে একদিন ছেড়ে যেতে হবে এই গ্রামটির ভালবাসা।

শিক্ষাগত তথ্য;
প্রাথমিক শিক্ষা-প্রাথমিক শিক্ষা অর্জন করলাম,পশ্চিম ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ে।



বিদ্যালয়ের  শিক্ষকগন অনেক ভাল ভাবে আমাদের শিক্ষা দান করতেন।যার দরুন আজ এই প্রাথমিক আক্ষরিক জ্ঞান বা শিক্ষার ফলে আজ আমার সম্পর্কে আমি কিছু আমার ব্যাক্তিগত মনোভাব তুলে ধরতে পেরেছি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা- প্রাথমিক শিক্ষার পরেই হল,মাধ্যমিক শিক্ষা..

মাধ্যমিক শিক্ষা অর্জন করলাম জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশানে। (শিক্ষাবর্ষ ২০১১)




 এইখানেও শিক্ষকগন অনেক বন্ধুসুলভ আচরনের মাধ্যেমে দৈনন্দিন পাঠ দান এর মাধ্যেমে আমাদের শিক্ষিত করার জন্য চেষ্টা করেছিলেন।তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

ডিপ্লোমা - উচ্চ মাধ্যামিক পাশের পর শিক্ষার মান উন্নত করার জন্য, ভর্তি হলাম কৃষি ডিপ্লোমা বা এ টি আই/A.T.I ( Agriculture Training Institute) এ যা চট্টগ্রামের হাটহাজারী তে অবস্থিত (শিক্ষাবর্ষ ২০১৫)




আমরা সবাই জানি বাংলাদেশ কৃষির ওপর নির্ভরশীল এবং মোট জিডিপির ২২ শতাংশ আসে কৃষি থেকে।,তাই চিন্তা করলাম এই বিষয়ে পড়ালিখা করলে কৃষি সম্পর্কে অনেক ধারনা লাভ করতে পারব এবং কৃষকদের সু-পরামর্শ দিতে পারব কৃষি সম্পর্কে ।তাই ৪ টি বছর অতিক্রম করলাম কৃষির উপর ডিপ্লোমা /পড়ালিখা নিয়ে।

                             হাটহাাজারী কলেজ


স্নাতক  -কৃষি ডিপ্লোমা শেষ করে ডুকে গেলাম চাকরি জীবনে একটা প্রাইভেট কোম্পানিতে Senior Inspector হিসেবে, এর পরের ৩ টা বছর চাকুরি জীবনের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (হাটহাজারী কলেজ,চট্টগ্রাম ) থেকে চাকুরি জীবনের পাশাপাশি  স্নাতক/ডিগ্রি অর্জন করলাম।

পড়াশুনা তে আমি তেমন ভাল ও না।,আবার তেমন খারাপ ও না, তবে নতুন বিষয় জানার আগ্রহ সব সময় থাকে।

অনেক বকবক করলাম এইবার জানাব কিছু জিনিস,যা আমার প্রিয়/অপ্রিয় 🙂

শাওনের যা ভাল লাগে 
▪️ ঘুরতে
▪️ গান শুনতে
▪️আড্ডা দিতে
▪️ বৃষ্টিতে ভিজতে
▪️ফেসবুকে আড্ডা দিতে
▪️ঘুমাতে



 শাওনের যা কিছু অপছন্দ-
▪️ বই পড়া
▪️ মিথ্যা বলা,
▪️ অপচয় করা
▪️নেশা দ্রব্য সেবন করা।


শাওনের অতি প্রিয় কিছু জিনিস...

▪️ রুটিন বিহীন জীবন..
▪️ একমুঠো কষ্ট
▪️ রাত জেগে শরতের আকাশের তারা দেখা
▪️ একাক্কিত্ব ও অন্ধকার
▪️ কান্না ভেজা হাসি
▪️ আমার বাবা মা ও আমার ভাই. ।


▪️হাসতে জানিনা
কিন্তু হাসাইতে জানি!!!

▪️খাবার: বাঙ্গালির প্রায় সব খাবারই
খাওয়া হয়।

▪️রং: সাদা, কালো আর নীল বা আকাশী।

▪️পোশাক: জিনস আর টি-শার্ট !

▪️স্থান: নিজের রুম

▪️মুভি: প্রযুক্তি আর ভুতের  ফ্লিম গুলো আমার অনেক ভাল লাগে।

▪️গান: নজরুল সংগীত,রবীন্দ্র সংগীত শুনে অন্যরকম ভাল লাগে আর
স্মৃতিচারণ করা যায়, এই ধরনের বাংলা ও রক গান শুনে থাকি

এক কথায় খুব সাধারন
একটা ছেলে ।

▪️ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে 

▪️একা থাকা এক ধরনের পেশা হয়ে গিয়েছে তাই এখন একা থাকতে ভালো লাগে।

▪️মানুষ কে সহজে বিশ্বাস করে ধোঁকা খাই ।

▪️আমি বইপড়তে একদম ভালোবাসি না। বই পড়ার ধৈর্য্য নেই বললেই চলে।

•লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর,মাইকেল মধুসূদন দত্ত,হুমায়ুন আহমেদ  ! 

হিহিহি কি ভাবছেন এরা আমার প্রিয়? না না। আসলে বাংলা বইগুলো খুললে যে কয়টা নাম পছন্দ হল তা লিখে মজা করলাম।
!!

শাওনের প্রকৃতি অপরূপ
সৌন্দর্য দেখতে খুব ভাল লাগে ।

▪️আমি আমার মত,সবাই আর থেকে ভাল বা খারাপ,কিন্তু কেউ আমার মত না ।

মানুষ হিসেবে আমি কেমন।


আমার একটা বিশেষ জগত
আছে ,আমি আমার সেই জগতেই বাস
করতে চাই।আমি আর পাঁচজনের মত হৈ হুল্লোড় পছন্দ করি না। শাওনের চিন্তা ভাবনা অনেকের সাথেই মিলতে চায় না।
আমি সমাজ রক্ষা করতে জানি না, তাই মানুষ হিসেবে আমি নিজেকে অসামাজিক একটি প্রাণী মনে করি। মিথ্যা কথা তেমন বলি না,বলার অভ্যাস ও নাই,তবে মাঝে মাঝে কিছু মিথ্যা কথা বলতে হয় প্রয়োজনে তবে মিথ্যা কথা বলতে গেলে আমি প্রায় ধরা পড়ে যাই,
কারন আর বাকি দশজন মিথ্যাবাদীর মতো আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলতে পারিনা


আমি সারাদিন একা একা থাকি, আমার রুমেই থাকি। কারো সাথে কথা বলার কোন আগ্রহ হয়না। কারন আমার জীবন যাপন প্রক্রিয়ার সাথে অন্য কারোরই জীবন যাপন ধারা মিলে না। আমি আমার মতো একা থাকি। কি করবো? অনেক আগে থেকেই এই অবস্থা।  নিজেকে বদলানোর বিন্দুমাত্র আগ্রহবোধ তৈরি হয়নি কখনো আমার মধ্যে।

আমি কাউকে অনুকরণ করি না এবং অনুসরণও করি না। আমার মাঝে আমি নিজেকে খুঁজি, নিজেকে জানার চেষ্টা করি। এক কথায় আমি আমার নিজে পথে চলি। যা ইচ্ছে হয় তাই করি।

"আমার জীবনের লক্ষ্য/উদ্দেশ্য:

স্কুলে এই বিষয়ে রচনা লেখেনি এমন শিক্ষার্থী খুব কমই আছে। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পুলিশ অফিসার, ব্যারিস্টার, বিচারক, খেলোয়াড়, পাইলট আবার কেউবা শিক্ষক ইত্যাদি। সত্যি কথা বলতে আমি সেইরকম কিছু চিন্তা করে লিখতাম না। যেটা মুখস্ত করতে সহজ লাগত সেটাই মুখস্ত করতাম। আর সেটাই লিখতাম। তবে যখন থেকে বুঝতে শিখেছি কি হতে চাই, তখন থেকে ভাবতাম আমি একজন আদর্শবান শিক্ষক হব মা বাবার মত,মা-বাবা'র বড় ছেলে বলে কথা,কিন্তু স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেল।

এখন আর আমার জীবনের কোন লক্ষ্য নেই!

আমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা:
যারা আমাকে ভালবাসে, আমিও তাদেরকে ভালবাসি। যারা আমাকে ঘৃনা করে, আমিও তাদেরকে ঘৃনা করি। যারা সযত্নে আমার খোঁজ করে, আমিও তাদের খোঁজ খবর নেই৷ যারা আমার ক্ষতি করতে চায় বা ক্ষতি করে, আমিও তাদেরকে ছাড়িনা। যারা আমাকে সম্মান করে, আমিও তাদেরকে সম্মান করি।কার ও সাথে কোনও অবস্থায় ই খারাপ
ব্যাবহার করে না ।
ঝগড়া, অপমান করা,
তর্কে জড়ানো শাওনের রক্তে নাই । 
খুব ই নিরীহ !! এর পর ও যদি অপনি
শাওনের FRIEND হতে চান আপনাকে ধন্যবাদ।🙂

এই হচ্ছে মোটামুটিভাবে আমি আর যেটা শুরুতে বলেছি আমার অনেক কিছুই আমি জানিনা। চেষ্টা করে যাচ্ছি নিজেকে পুরোপুরি ভাবে জানার....


আর হ্যাঁ, 

শাওনের সম্পর্কে কোন
অভিযোগ করলে সেটার প্রমান
সহকারে উপস্থাপন করুন ,
আশা করি যুক্তি খন্ডন
করব।




এই প্রোফাইল থেকে কিছু কপি করা আপনার জন্য ঠিক হবে না। যেহেতু আপনিও একজন মানুষ। চেষ্টা করুন, এর থেকে ভাল কিছু আপনার দ্বারা সম্ভব। প্রয়োজনে অনুসরন করুন,কিন্তুু
কপি করবেন না। এটা অপনার বিবেক এর প্রতি আহবান রইল!


বিনা অনুমতিতে আমার বিস্তারিত জানার জন্য আমার ব্লগে ঘুরা-ঘুরি করার
জন্য জরিমানা সরূপ ১৫৭ কিলোবাইট
ডাটা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হলো। এর জন্য আমি আনন্দের সাথে দুঃখিত🙂🙂

ধন্যবাদ পাশে থাকবেন,

শুভকামনায়, 
Avishake Barua Shawon




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ