আমার ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ,আজ কিছু বাস্তব সত্য তুলে ধরলাম যা প্রতিনিয়ত হয়ে থাকে,
১.আমরা ৪০০০ হাজার কোটি টাকার দূর্নীতি মেনে নিতে পারি,৪টাকার জন্য বাস কন্ডেকটার পিটাই ।
২. আমরা ছেলেরা অনেক মেয়ের সত্বিত্ত নষ্ট করি,আর বিয়ের সময় সতী মেয়ে চাই।
৩. আমরা মেয়েরা ছেলেদের টাকা দেখে বিয়ে করি, তার পর বলি ও আমার মন বোঝে না ।
৪. আমরা অন্যের মা বোনকে নিয়ে আজেবাজে কথা বললে.আর কেউ আমাদের মা বোনকে নিয়ে কিছু বললে রক্ত গরম ।
৫. নিজের মেয়েকে রাজকন্যার মত পালন করি ,আর যৌতুকের কারনে অপরের মেয়ের গায়ে আগুন দিতে হাত কাপেঁ না ।
৬. কোন মেয়ে পেটের দায়ে শরীর বেচলে পতিতা,আর মডেল হতে শরীর দিলে সেলিব্রেটি।
৭. মেয়েরা ইচ্ছা করে অনেক ছেলের জীবন নষ্ট করে,আর কোন মেয়ে আমার ভাইয়ের জীবন নষ্ট করলে আর তাতে নিজ পরিবারে র্দূযোগ এলে আমরাই গালি দেই।
৮. টাকা থাকলেই গাদা গাদা শিক্ষক দিয়ে বাচ্চার HW টাও করাই শিক্ষককে দিয়ে,তার পর বলি বাচ্চার basic হচ্ছে না ।
৯.কেহ সামনে পিস্তল ঠেকিয়ে টাকা নিলে মাস্তান,আর সই করে নিলে স্যার।
১০. সব সময় চাই আমাদের সন্তান আমাদের সম্মান করুক,আর তার সামনেই নিজের বাবা মাকে অসম্মান করি ।
১১. বাচ্চাদের উপদেশ দেই বড়দের সম্মান করবে, আর তার সামনে বাবার বয়সি রিক্সওয়ালাকে থাপ্পর দেই ।
Avishake Barua Shawon
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় এর সাথেই থাকুন।
0 মন্তব্যসমূহ